logo
আপডেট : 29, October 2024 18:45
জর্জি-স্টাবসের জোড়া শতকে দ. আফ্রিকার সফল দিন

জর্জি-স্টাবসের জোড়া শতকে দ. আফ্রিকার সফল দিন

চট্টগ্রামের টেস্টে সিরিজের দ্বিতীয় টেস্টে বড় লক্ষ্যের দিকে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে বাংলাদেশ মাত্র দুটি উইকেট ফেলতে সক্ষম হয়েছে। অন্যদিকে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করেছে ৩০৭ রান।

ব্যাটিং সহায়ক এই পিজে বেশ বিপাকেই আছে টাইগার বোলাররা। এ দিন দলীয় ৬৯ রানে প্রথম উইকেট পড়েছিল। এরপর ২০১ রানের বিশাল জুটি গড়েন টনি ডি জর্জি আর ত্রিস্তান স্টাবস। ২৭০ রানে পড়ে প্রোটিয়াদের দ্বিতীয় উইকেট।

এদিকে ত্রিস্তান স্টাবস তুলে নিয়েছেন তা প্রথম সেঞ্চুরি। সেঞ্চুরি করেই ১০৬ রানে মাথায় তাইজুলের জালে ধরা দিয়েছেন তিনি।

মঙ্গলবার টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় দ.আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট হারায় দলীয় ৬৯ রানের মাথায়। উইকেট নিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তাইজুল ইসলাম। ৫৫ বলে ৩৩ রান করে ফিরে যান মার্করাম।

এরপর দ্বিতীয় উইকেট স্টাবসকে নিয়ে বড় জুটি করে ডি জর্জির। তবে ১০৬ রান করে আউট হয়ে যান স্টাবস। যদিও ১৪১ রানে অপরাজিত আছেন জর্জি। তার সঙ্গে ১৮ রানে ব্যাট করছে ডেভিড বেডিংহ্যাম।

জেপি/নি-২৯/প