logo
আপডেট : 29, October 2024 17:49
প্রিয় মানুষটির রাগ ভাঙাতে যা যা করবেন

প্রিয় মানুষটির রাগ ভাঙাতে যা যা করবেন

দাম্পত্য জীবন সবারই কম বেশি ঝগড়া হয়ে থাকে। তাই বলে দু জনই যদি এ নিয়ে রাগ করে থাকেন, তাহলে কিন্তু ঝামেলা কমবে না বরং বাড়বে। তাই যত যাই কাউ না কাউকে তো রাগ ভাঙাতে হবেই। তাহলেই সম্পর্ক আরও মজবুদ হবে।

এবার চলুন জেনে নেওয়া যাক কীভাবে প্রিয় মানুষের রাগ ভাঙাবেন:

  • একটা শব্দই অনেক সময় হাজার সমস্যার সমাধান করে দিতে পারে। আপনি নিজের ইগোকে দুরে রেখে প্রিয় মানুষকে সরি বলুন।
  • অনেক সময় কথা বলে কাজ হয় না। তাই একটু পুরোনো দিনের পন্থা অবলম্বন করে চিঠিতে সরি বলতে পারেন।
  • আপান সঙ্গী যদি আপনার সঙ্গে রাগ করে প্রচুর চেঁচামেচি করে করে তাহলে আপনি মাথা ঠান্ডা রাখুন। যদি আপনিও মাথা গরম করেন তাহলে সমস্য আরও বাড়বে।
  • প্রিয়জনের রাগ ভাঙানোর সবচেয়ে সুন্দর একটি উপায় হলো আলিঙ্গন করা। এভাবে ভালবাসা প্রকাশ করতে পারেন। আবেগঘন মুহূর্ত কিন্তু সব কিছু ভুলিয়ে দিতে পারে।
  • যদি দীর্ঘমেয়াদি সমস্যা হয় তাহলে একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করুন। একটু আলাদা করে সময় কাটান। সম্পর্কে বোঝাপড়া থাকা জরুরি। প্রিয় মানুষকে বোঝান যে কেন আপনাদের ঝামেলা হচ্ছে। তা মেটানোর চেষ্টা করুন। দেখবেন সম্পর্কে মধুর সময় ফের ফিরে আসবে।

জেপি/নি-২৯/প