প্রতিনিধি, জামালপুর:
২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠাধারী ‘আওয়ামী সন্ত্রাসীদের’ তাণ্ডব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে পৌরশহরের বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াতের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৮ অক্টোবর) বিকালে এই বিক্ষোভ সমাবেশের বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য মাওলানা এডভোকেট নাজমুল হক সাঈদি ।
প্রধান অতিথির বক্তব্যে সাঈদী বলেন, ‘শেখ হাসিনার নির্দেশে সেদিন লগি–বৈঠা দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়। তারা সেদিন হত্যা করে লাশের ওপর নাচগান করেছিলো। তাই ২৮ অক্টোবরের সেই খুনিদের বিচার করতে হবে। এরপর বিগত ১৬ বছর জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে গুম খুন ও হত্যাযজ্ঞ শুরু করে। তাদের বিচার এদেশের মাটিতে হবে ইনশাঅল্লাহ। ’
নাজমুল হক সাঈদী আরও বলেন, ৫ আগস্টের আগেও শেখ হাসিনা জানত না তাকে দেশ ছেড়ে পালাতে হবে। তারা কত বড় সন্ত্রাসী, কত বড় গুন্ডা কত বড় লুটতরাজকারী তা দেশবাসী দেখেছে। এ কারণেই এ দেশের মানুষ আর তাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। তাই তাদেরকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা ভোটারবিহীন ও প্রহসনের নির্বাচন দিয়ে এদেশকে অকার্যকর করে দিয়েছিল।’
বিশেষ অতিথির বক্তব্যে জামালপুর জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক অধ্যাপক ছামিউল হক।
বিক্ষোভ সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাজ্জাদ হোসাইন, পৌর জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন, পৌর সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম শিবিরের সভাপতি রবিউল ইসলাম রিশাদ, শিবিরের সেক্রেটারি মাওলানা রেজুয়ান, মেরুরচর ইউনিয়ন সভাপতি মাওলানা মিজানুর রহমান মিজান সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের উপজেলা অফিস সম্পাদক মো. আবুল কালাম আজাদ , উপজেলা অর্থ সম্পাদক অধ্যাপক আব্দুল আজিজ, উপজেলা যুব বিভাগের সভাপতি কারিমুল ইসলাম, সাধুরপাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর মাওলানা মানছুরুলআলমসহ উপজেলার জামায়াত ও ইসলামি ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জেপি/নি-২৮/প