logo
আপডেট : 28, October 2024 17:14
ফুলবাড়ীতে নিহত জামায়াত ও শিবির কর্মীদের স্মরণে সমাবেশ

ফুলবাড়ীতে নিহত জামায়াত ও শিবির কর্মীদের স্মরণে সমাবেশ

অমর গুপ্ত, ফুলবাড়ী দিনাজপুর):

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠা আক্রমণে নিহত জামায়াত ও শিবির কর্মীদের স্মরণে জামায়াতে ইসলামী দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) ফুলবাড়ী সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর সমাবেশ ও দোয়া মাফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা শাখা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. হাবিবুর রহমান।

সেক্রেটারি মো. মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমির মাওলানা মো. আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার নায়েবে আমির মুহাদ্দিস ড. এনামুল হক, দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আব্দুল কাইয়ুম আবীর, দিনাজপুর জেলা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও দিনাজপুর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য পদে সম্ভাব্য পদপ্রার্থী আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু, জেলা ইউনিট সদস্য মাওলানা জয়নাল আবেদিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফুলবাড়ী শাখার সভাপতি মাওলানা মো. মিজানুর রহমান, বাংলাদেশ মসজিদ মিশন ফুলবাড়ী শাখার সভাপতি মাওলানা মো. রমজান আলীসহ বিভিন্ন ইউনিয়ন শাখার আমিরগণ।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমির মাওলানা মো. আনোয়ারুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গঙ্গার পানি চুক্তির নামে ফারাক্কা মাধ্যমে পদ্মা নদীর পানি ভারতের হাতে তুলে দিয়েছে, চট্টগ্রামের শান্তি চুক্তির নামে দেশের এক তৃতীয়াংশ পাহাড়িদের হাতে দিয়ে সেখানে শান্তির নামে অশান্তি শুরু হয়েছে। করিডোর, সমুদ্রবন্দর ভারতের হাতে দেশকে তুলে দিয়ে দেশকে নিরাপত্তাহীনতায় ফেলেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মেগাপ্রকল্পের নামে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। অনিয়ম-দুর্নীতি ও অন্যায়কারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সমাজ থেকে অন্যায় দুর্নীতি বিদায় না নিলে এই স্বাধীনতার কোনো মূল্য নেই।

তিনি আরও বলেন, ভারতের তাঁবেদার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে ভারতের তাঁবেদারি করতে গিয়ে সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে, এখন ঐক্যবদ্ধভাবে দেশকে উদ্ধার করতে হবে। এ জন্য তিনি দেশের সকল দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ ও একত্রিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের স্মৃতিচারণ করে লগি-বৈঠা দিয়ে হত্যাকারী আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানান।

শেষে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আমির মাওলানা মো. আনোয়ারুল ইসলাম।

জেপি/নি-২৮/এমএইচ