logo
আপডেট : 28, October 2024 11:46
লঙ্কানদের উড়িয়ে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন আফগানরা

লঙ্কানদের উড়িয়ে এশিয়ার নতুন চ্যাম্পিয়ন আফগানরা

ইমার্জিং টিমস এশিয়া কাপের প্রথমবারের মতো শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান ‘এ’ দল। লঙ্কানদের বিপক্ষে তারা ৭ উইকেটে জয় পেয়েছে।

রোববার ফাইনাল ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ১৫ রানে ৪ উইকেট হারিয়ে বিদপে পড়ে লঙ্কানরা। এরপর পাভান রত্নায়াক ও সাহান অ্যারাকচিগের ৫০ রানের জুটিতে সাময়িকভাবে স্বস্তি পায় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করে অ্যারাকচিগে তিনি ৪৭ বলে  ৬৪ করেন। অবশেষে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে লঙ্কানরা।

১৩৪ রানের লক্ষ্যে ভ্যাট করতে নামে আফগানিস্তান। প্রথম বলেই আউ হন আফগান ওপেনার যুবায়েদ আকবরি। এরপর সিদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলির জুটিতে এগিয়ে যায়  আফগানিস্তান। ২০ বলে ২৪ রান করে আউট হয়ে যান রাসুলি। চারে নেমে ২৭ বলে ৩৩ রান করেন করিম জানাত। এরপর ৫৫ বলে ৫৫ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন সিদিকুল্লাহ। তার রানেই জয় নিশ্চিত হয়ে  যায় আফগানদের। শেষের দিকে ৬ বলে ১৬ রান করে জয় পেতে সহযোগিতা করেন মোহাম্মদ ইসহাক।

জেপি/নি-২৮/প