logo
আপডেট : 27, October 2024 17:07
শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে সিনেমা তৈরি করবেন রাফী

শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে সিনেমা তৈরি করবেন রাফী

সত্য ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করে অতীতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে নির্মাতা রায়হান রাফী। এবার ঘোষণা দিলেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে সিনেমা নির্মাণ করবেন তিনি।

শনিবার (২৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  ড. মুহাম্মদ শহীদুল্লাহ একডেমি ভবনে ‘বাংলাদেশ চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি ভবিষ্যৎ’ নিয়ে আলোচনা কালে একথা জানান তিনি।

ছাত্র জনতার গণঅভ্যুত্থান নিয়ে সিনেমা নির্মাণের বিষয়ে রাফি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান অনেক গল্প আমাদের সামনে এসেছে। এই জুলাই নিয়ে অনেক সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। খুব তাড়াতাড়িই হয়ত সিনেমা নির্মাণ করব। সেটা মুগ্ধকে নিয়েই হোক বা পুরো ঘটনাকে নিয়েই হোক কিংবা শেখ হাসিনার পালিয়ে যাওয়া নিয়ে হোক। আমরা তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত টুইস্ট গল্প, এখানে কেন বানাব না। এ ছাড়া এই যে আন্দোলন হলো একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।

জেপি/নি-২৭/প