logo
আপডেট : 27, October 2024 13:41
বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাবেক ডিএমপি কমিশনারকে

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সাবেক ডিএমপি কমিশনারকে

থাইল্যান্ডে যাওয়ার সময় পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার খন্দকার গোলম ফারুককে বিদেশ যেতে আটকে দেওয়া হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দিনগত রাত আড়াইটার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়।

রোববার (২৭ অক্টোবর) শাজালাল বিমানবন্দরে সূত্র একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র থেকে জানা গেছে, শনিবার রাতে গোলাম ফারুক থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে থাইল্যান্ডে  ব্যাংককে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান। তবে ইমিগ্রেশন অফিসাররা তাকে দেশের বাইরে যেতে দেয়নি। বিমানবন্দরে বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার  পর ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করেন এরপর তাকে প্লেনে চড়তে দেওয়া হয়নি। তিনি বর্তমানে ইমিগ্রেশন পুলিশের কাছে রয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হবে কিনা নাকি বাড়ি ফিরে যাবেন যে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, ১৯৯১ সালে ১২ তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশে পুলিশে যোগদান করেন খন্দকার গোলম ফারুক।

জেপি/নি-২৭/প