logo
আপডেট : 27, October 2024 12:24
এবার ইসরায়েলি বসতি ছাড়তে সতর্কবার্তা দিল হিজবুল্লাহ

এবার ইসরায়েলি বসতি ছাড়তে সতর্কবার্তা দিল হিজবুল্লাহ

উত্তর ইসরায়েলের বাসিন্দাদের প্রথমবারের মতো সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

রবিবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এতে বলা হয়, হিজবুল্লাহর এক মিনিটের ভিডিওটিতে উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়। এই সতর্কতা লেবাননের সীমান্ত থেকে ৩ কিমি থেকে ২২ কিমি পর্যন্ত ইসরায়েলের উত্তর অংশে অবস্থিত ২৫টি বসতি অঞ্চলের জন্য। এই এলাকায় প্রায় ২ লাখ ইসরায়েলি নাগরিকের বাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এতোদিন লেবাননের হামলার আগে এধরণের সতর্কবার্তা পাঠাতো ইসরায়েলি সামরিক বাহিনী। বেশিরভাগ সময় সেটাও নীতি মেনে করা হয়নি। এবার আক্রমণ সম্পর্কে ইসরায়েলের বাসিন্দাদের জন্য একই ধরণের নির্দেশনা দিল হিজবুল্লাহ। এতে ভয়াবহ হামলার আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, ইরানপন্থি এই গোষ্ঠীটি গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে লাগাতার হামলা চালাচ্ছে। এরইমধ্যে হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

জেপি/নি-২৭/এমএইচ