logo
আপডেট : 27, October 2024 11:13
এল ক্লাসিকোতে রিয়ালের জালে বার্সার ১ হালি গোল

এল ক্লাসিকোতে রিয়ালের জালে বার্সার ১ হালি গোল

এ যেন এক বদলে যাওয়া বার্সেলোনা! নতুন কোচ হান্সি ফ্লিক  যেন নতুন প্রাণ এনে দিয়েছে ক্লাবটিতে। এরই যেন একটি ঝলক দেখা গেল রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। ঘরের মাঠে সব সময়ই নিজেদের দাপট দেখায় রিয়াল কিন্তু গতকাল দেখা তার উল্টো চিত্র। নিজেদের মাঠেই মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সার কাছে  ৪-০ গোলের বিশাল ব্যবধানে হরালো স্বাগতিক রিয়াল।

শনিবার রাতে ম্যাচের সব গুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধের পর। ম্যাচের প্রথমার্ধে সাজানো গোছানো খেলাই খেলেছিল রিয়াল। দুইবার বার্সার জাল খুঁজেও বের করেছিলেন রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু অফসাইডের ফাঁদে পরে বাতিল হয়ে যায় তার দুটো গোলই। অবশ্য প্রথমার্ধের ২১ মিনিটে গোল করার একটি ভালো সুযোগ মিস করে ভিনিসিয়ুস। অবশেষে গোলশূন্য নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বার্সা। ৫৪ মিনিটে বার্সার হয়ে গোল করে রবার্ট লেওয়ানডস্কি। এর ঠিক তিন মিনিট পর আবারও হেড দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এই পোলিশ তারকা। এতে করে ২-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

গোল খেলেও রিয়ালের ম্যাচে কামব্যাক করার অভ্যাসটা তো সবারই জানা। তাই সেই আশাতেই বসে ছিলেন রিয়াল সমর্থকরা। কিন্তু এদিন আর এমন কোন চমৎকার ঘটলো না বার্নাব্যুতে। এদিকে রিয়াল কামব্যাক না করলেও ৭৭ মিনিটে লামিন ইয়ামাল ও ৮৪  মিনিটে রিয়ালে ব্রাজিলের রাফিনাহ ঠিকই গোল করেন বার্সার হয়ে। এতে করে ৪-০ গোলে পিছিয়ে পরে রিয়াল। অবশেষে ১ হালি গোল খেয়ে নিজেদের মাঠে ম্যাটি হরে যায় রিয়াল মাদ্রিদ।

এর আগে টানা ৪ এল ক্লাসিকোতে জয় পেয়েছিল রিয়াল। কিন্তু এবার ফ্লিকের শিষ্যদের বিধ্বস্ত হলো আনচেলত্তির শিষ্যরা। 

জেপি/নি-২৭/প