logo
আপডেট : 24, October 2024 16:38
সচিবালয়ে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

সচিবালয়ে বিক্ষোভ, ২৬ শিক্ষার্থীসহ ৭০ জনের বিরুদ্ধে মামলা

এইচএসসি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে গতকাল বুধবার সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। এদের মধ্যে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে ৭০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। এছাড়া গতকাল আটক ৫৩ জনের মধ্যে ২৭ জন শিক্ষার্থীকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) যাচাই বাছাই শেষে এই মামলা করা হয়। সেই সাথে গ্রেফতার শিক্ষার্থীদের আদালতে পাঠানো হবে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর সাংবাদিকদের জানান, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয়ে ৭০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছে।

এর আগে, গতকাল বুধবার বিকেল ৩টার দিকে এইচএসসি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীরা। সেসময় পুলিশ-সেনাবাহিনী তাদের ওপর লাঠিচার্জ করে সচিবাল থেকে বের করে দেয়। পরে ৫৩ জন শিক্ষার্থীকে আটক করা হয়।

জেপি/নি-২৪/প