logo
আপডেট : 24, October 2024 11:45
মিরাজের আক্ষেপ, অলআউট  বাংলাদেশ

মিরাজের আক্ষেপ, অলআউট  বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপদে পড়া বাংলাদেশ দলকে টেনে তুলেছিলেন মেহেদী হাসান মিরাজ। বলাই চলে প্রশংসনীয় ইনিংস খেলেছেন তিনি। কিন্তু সেই ইনিংসকে পূর্ণতা দিতে পারেননি মিরাজ। মাত্র রান দুরে ছিলেন সেঞ্চুরি থেকে আর তখনই হয়ে যান আউট। মিরপুর টেস্টে চতুর্থ দিনে ১৯৭ বলে ৯৭ করে রাবাদার বলে আউট হন তিনি।

মিরাজের উইকেটের মাধ্যমে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ৩০৭ রানের অলআউট হয় টাইগাররা। জয়ের জন্য প্রোটিয়াদের দরকার মাত্র ১০৬ রান।

এদিকে দিনের শুরুতেই নতুন বল নেওয়ার সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার। মিরাজ ও নাঈমের হাতে ছিল দলের আশা, তবে নাঈমও বেশি দূর যেতে পারেননি। রাবাদার ইনসুইং বলের সামনে এলবিডব্লিউ হয়ে ফিরতে হয় তাকে। রাবাদা এই ইনিংসে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং অর্ডার ভেঙে দেন। শেষ পর্যন্ত বাংলাদেশ বড় লিড গড়তে না পারলেও লড়াকু ইনিংস খেলে ১০৬ রানের লক্ষ্য দাঁড় করায়।

এখন দেখার বিষয়, বাংলাদেশের বোলাররা এই লক্ষ্যের পেছনে দক্ষিণ আফ্রিকাকে কতটা চাপে রাখতে পারে। ম্যাচে কিছু করে দেখাতে হলে বাংলাদেশকে রেকর্ড করতে হবে। কারণ বাংলাদেশ সর্বনিম্ন ২০৪ রানের লক্ষ্য দিয়ে ম্যাচ জিতেছে।

এর আগে মিরপুরে প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হয়। জবাবে প্রোটিয়ারা কাইল ভেরেইনের শতকে ভর করে ৩০৮ রান করে।

জেপি/নি-২৪/