logo
আপডেট : 23, October 2024 13:05
বঙ্গভবন এলাকায় সতর্ক অবস্থানে সেনাবাহিনী-বিজিবি

বঙ্গভবন এলাকায় সতর্ক অবস্থানে সেনাবাহিনী-বিজিবি

রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনের পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের সামনে। সেখানে নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা।

বুধবার (২৩ অক্টোবর) সকাল থেকে ছাত্র-জনতার কোনো উপস্থিতি দেখা যায়নি।

এছাড়া সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হলেও এখন পর্যন্ত আন্দোলনকারীদের তেমন কোন জমায়েত দেখা যায়নি। বঙ্গভবনের সামনে নতুন করে বসানো হযেছে তার কাটার বেড়া।

উল্লেখ্য, সম্প্রতি মানবজমিনকে দেয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ তার কাছে নেই। এমন মন্তব্যের জেরে শিক্ষার্থীসহ অনেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বঙ্গভবন এলাকা ছেড়ে যায় আন্দোলনকারীরা। এ সময় বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ নিশ্চিতের আশ্বাস দেন হাসনাত-সারজিসসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী।

এর আগে, এদিন বিকেল থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। একপর্যায়ে ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করেন তারা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে বাধা দেয়।

জেপি/নি-২৩./এমএইচ