logo
আপডেট : 23, October 2024 11:55
তৃতীয় দিনের শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

তৃতীয় দিনের শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিনের শুরুটা বেশ দেখেশুনেই করেছিল বাংলাদেশ। দিনের শুরুতে আগের দিনের অপরাজিত থাকা মুশফিকুর রহিম এবং মাহমুদুল হাসান জয় নামেন ব্যাটিং করতে। কিন্তু সকালের পঞ্চম ওভারে রাবাদা ফেরান তাদের। এরপর পরপরই আউট হয়েছেন লিটন দাস। সকালে মাত্র ১১ রান যোগ করে মূল্যবান ৩ উইকেট হারিয়ে ইনিংস  হারার শঙ্কায় রয়েছে বাংলাদেশ। 

স্বাগতিকরা ৩৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন মেহেদী মিরাজ ও জাকের আলী। প্রোটিয়াদের প্রথম ইনিংসের চেয়ে এখনও ৭৫ রানে পিছিয়ে বাংলাদেশ। জয় দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন। মুশফিক ৩৩ করে ফিরে গেছেন। লিটন ৭ রান ফিরে গেছেন।

বর্তমানে ক্রিজে আছেন মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী। এর মধ্যে ২২ রানে ব্যাটিং করছেন মেহেদী হাসান মিরাজ এবং জাকের আলি করছেন ১২ রানে।

এর আগে গত দিন শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১০১ রান করে বাংলাদেশ । প্রথম ইনিংসে ১০৬ রান করে বাংলাদেশ। জবাবে ৩০৮ রান করে দক্ষিণ আফ্রিকা। প্রথমদিন তারা ৩৪ রানের লিড নিতেই ৬ উইকেট হারায়। সেখান থেকে উইকেটরক্ষক ব্যাটার কাইল ভারায়েনে ও পেস অলরাউন্ডার ওয়ান মূলদার ১১৯ রানের জুটি গড়ে ম্যাচ বাংলাদেশের নাগালের বাহিরে নিয়ে যান। মূলদার ৫৪ রান করে ফিরলেও ভারায়েনে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১১৪ রানে থামেন। এছাড়া ডিন পিডিট ৩২ রান যোগ করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ দলের হয়ে দারুণ বোলিং করেছেন তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। প্রথম দিন প্রোটিয়াদের ৬ উইকেটের ৫টিই নেন তাইজুল। ক্যারিয়ারের ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। পেসার হাসান নেন ৩ উইকেট। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসুরাবাদা ও মূলদার ৩টি করে উইকেট নেন। স্পিনার কেশব মহারাজ নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে রাবাদা নিয়েছেন ২ উইকেট।

জেপি/নি-২৩/প