প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২অক্টোবর) সকালে নাগেশ্বরী উপজেলায় এই মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উপপরিচালক (পদার্থ) ও রংপুর বিভাগীয় অফিস প্রধান প্রকৌ: মুবিন উল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং নাগেশ্বরী উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে উক্ত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার কাজী মার্কেটের মোসার্স গ্লামার্স কর্ণার ও মেসার্স জননী স্টোরে বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্কিন ক্রিম বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির জন্য ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উভয়কেই ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং নিষিদ্ধ কসমেটিকস জব্দ করা হয়। এছাড়া খুশি কসমেটিকস নামক প্রতিষ্ঠানে ক্ষতিকর নিষিদ্ধ ক্রিম না থাকায় ধন্যবাদ প্রদান করা হয়।
উক্ত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) সন্দীপ দাস।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেপি/নি-২২/এমএইচ