logo
আপডেট : 22, October 2024 17:33
ভূঞাপুরে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪ পালন

ভূঞাপুরে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৪ পালন

সাজেদুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল):

এসো সবাই বৃক্ষ লাগাই,সবুজ দেশের কোমল হাওয়া প্রাণে লাগাই এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে ভূঞাপুরে তারুণ্যের আলো সেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তারুণ্যের আলো সেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাধারণ সম্পাদক মায়াদুল মন্ডল পারভেজ, কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক মন্ডলী ও সেচ্ছাসেবী সংগঠন এর সদস্যবৃন্দ।

প্রথম ধাপে, কোনাবাড়ি উচ্চ বিদ্যালয়,মাটিকাটা উচ্চ বিদ্যালয়, পলশিয়া রাণী দিনমনি উচ্চ বিদ্যালয়,ও মমতাজ ফকির উচ্চ বিদ্যালয় মাঠে ফলজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।

তারুণ্যের আলো সেচ্ছাসেবী সংগঠন এর সভাপতি আব্দুল মজিদ মন্ডল বলেন, প্রতিমাসে আমাদের সংগঠনের একটি করে কর্মসূচি থাকে। তার ধারাবাহিকতায় এই মাসব্যাপী চলবে বৃক্ষরোপণ কর্মসূচি।

তারুণ্যের আলো সেচ্ছাসেবী সংগঠন এর সেচ্ছাসেবীরা বলেন, বাংলাদেশের প্রাকৃতিক ও মানব সৃষ্টি দুর্যোগের কারণে আমাদের দেশের বনায়ন দিন দিন কমে যাচ্ছে। তাই বৃক্ষরোপণ করে সবুজ শ্যামল বনায়নে মানুষকে উদ্বুদ্ধ করা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করাই আমাদের অন্যতম লক্ষ্য।

জেপি/নি-২২/এমএইচ