logo
আপডেট : 30, September 2024 17:00
সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিষয়ে কমিটি গঠন

সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানোর বিষয়ে কমিটি গঠন

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সচিবকে প্রদান করে কমিটি গঠন করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর  রহমান এই তথ্য জানান।

এ সময় তিনি বলেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার বিষয়ে আন্দোলন দাবির পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সুপারিশ সম্মিলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। তিনি আরো জানান, কমিটিতে যে কয়জন সদস্য নেওয়ার তা নেবেন, সেই এখতিয়ার কমিটির আহ্বায়ক কে দেওয়া হয়েছে। 

এদিকে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে চাকরিপ্রত্যাশীরা এবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে। প্রথমে তারা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছিল। আন্দোলনকারী চাকরিপ্রত্যাশীরা মিছিল ও স্লোগান দেওয়ার সময় পুলিশ তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে।

তবে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান। ড. ইউনূস ছাড়া কারো সঙ্গে আলোচনায় বসতে রাজি নন তারা।

জেপি/নি-৩০/প