logo
আপডেট : 30, September 2024 16:56
প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে

প্রধান উপদেষ্টার সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান। ড. ইউনূস ছাড়া কারো সঙ্গে আলোচনায় বসতে রাজি নন তারা।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ৩৫ বয়সসীমা প্রত‌্যাশী আন্দোলনকারীরা।

তারা বলেন, আমরা যমুনার সামনে অবস্থান নেওয়া পরে দুপুর ২টার দিকে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছে চারজনের একটি প্রতিনিধি দল। তারা আমাদের কর্ম কমিশনের একজন কমিশনারের পিএসের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন।

তারা বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে না বাসা পর্যন্ত আলোচনা চালিয়ে যাব। সেই সাথে আন্দোলনে পুলিশের গুলি চালানোকে তারা তীব্র নিন্দা জানিয়েছে। 

জেপি/নি-৩০/প