logo
আপডেট : 29, September 2024 17:12
চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল কলেজছাত্রের

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

ঢাকা হতে ব্রাহ্মণবাড়িয়ায় অভিমুখি চলন্ত ট্রেন থেকে ছিটকে নিচের পরে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন প্লাটফরমে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অলিউল্লাহ নিবির জেলা পৌরশহরের দক্ষিণ মৌড়াইল এলাকার আমান উল্লার ছেলে ও ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের একাদশ শ্রেণির ব্যবসা শাখার ছাত্র ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,রোববার ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনের দরজায় বসে ব্রাহ্মণবাড়িয়ার আসছিলেন নিবির। ট্রেনটি দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফর্মে প্রবেশ করার সময় ট্রেনের দরজা থেকে ছিটকে ট্রেনের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) এসআই সুব্রত বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্টেশনে তিতাস ট্রেন প্রবেশ করার সময় দরজা থেকে নিবির নামে এক কলেজ শিক্ষার্থী ট্রেনের নিচের পরে নিহত হয়েছেন।  জেলা প্রশাসনের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেপি/নি-২৯/প