logo
আপডেট : 29, September 2024 11:30
ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

প্রতিনিধি, ইবি:

নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

শনিবার ( ২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে কেক কাটা হয়।

এদিন র‍্যালিতে পোশাক পরিধানের মাধ্যমে বিভিন্ন দেশ ও ধর্মের সংস্কৃতি তুলে ধরেন শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ট্যুরিজম বিভাগের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রভাষক নাসির মিয়া ও প্রভাষক ইয়ামিন মাসুম। এছাড়াও বিভাগের শতাধিক শিক্ষার্থী র‍্যালিতে অংশ নেন।

প্রসঙ্গত, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী 'বিশ্ব পর্যটন দিবস' পালন করা হয়।

জেপি/নি-২৯/এমএইচ