logo
আপডেট : 26, September 2024 16:41
অবসরের ঘোষণা দিলেন সাকিব

অবসরের ঘোষণা দিলেন সাকিব

অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। কানপুরে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলেই অবসরের যাবেন এই বিশ্বসেরা অল রাউন্ডার।

আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কানপুরে এই ঘোষণা দেন তিনি।

এসময় সকিব জানান, টি টোয়েন্টি বিশ্বকাপই ছিল এ সংস্করণে তার শেষ ম্যাচ। তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব।

অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, আমর মনে হয় টি টোয়েন্টিতে আমি আমার শেষ চেস্ট খেলে ফেলেছি। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে খেলতে পারলেই সেটি হবে আমার শেষ টেস্ট।

সাকিবের ঘোষণা অনুযায়ী এরই মধ্যে তিনি জাতীয় দলের হয়ে শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল তার শেষ ম্যাচ।

প্রসঙ্গত, ২০০৬ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের ইতিহাসে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। সে ম্যাচ সাক্ষী হয়েছিলেন সাকিব। সেই ম্যাচে ২৬ রান করেছিলেন সাকিব পেয়েছিলেন ১টি উইকেটও।  এরপরে অংশ গ্রহণ করেন ৯টি বিশ্বকাপে। 

জেপি/নি-২৬/প