logo
আপডেট : 22, September 2024 17:01
কতদিন পরপর বাইক সার্ভিসিং করানো উচিত?

কতদিন পরপর বাইক সার্ভিসিং করানো উচিত?

বর্তমান সময়ে বাইক আমাদের নিত্যদিনের সঙ্গী। কর্মস্থলে যাওয়া থেকে শুরু করে কোথাও ঘুরতে গেলেও সফরসঙ্গী প্রিয় বাইকটি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানেন না কতদিন পরপর বাইক সার্ভিসিং করানো ভালো।

বাইকের ভালে মাইলেজ পেতে সঠিক সময়ে সার্ভিস করানো জরুরি। তবে সব বাইকের সার্ভিসিংয়ের সময় এক নয়। এটি নির্ভর করে বাইকের মডেল ও চালকের উপর।

যদিও বাই সার্ভিসিংকে তিন ভাগে ভাগ করা যায়। আজ চলুন জেনে নেই সেই সম্পর্কে।

প্রথম সার্ভিসিংয়ের পর দ্বিতীয় এবং তৃতীয় সার্ভিসিং করাতে হবে ২ হাজার থেকে ৩ হাজার কিলোমিটারের মধ্যে। এই সময় সবার আগে ইঞ্জিন অয়েল বদলানো হয়। চেইন লুব্রিকেশনের কাজ হয়। সঙ্গে দেখা হয় ব্রেক এবং ক্লাচ ঠিক মতো কাজ করছে কি না।

তবে ৩ হাজার থেকে ৫ হাজার কিলোমিটার গাড়ি চালানোর পর একবার অবশ্যই সার্ভিসিং করাতে হয়। একে রেগুলার সার্ভিসিং বলে। এতে ইঞ্জিন অয়েল পরিবর্তন এয়ার ফিল্টার পরিষ্কার, টায়ারের চাপ এবং ব্রেক কাজ করছে কি না দেখা হয়।

জেপি/নি-২২/প