logo
আপডেট : 22, September 2024 10:32
হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ৪০০ হামলা

হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ৪০০ হামলা

লেবাননে হিজবুল্লার বিভিন্ন বিভিন্ন লক্ষ্যে ৪০০ হামলা চালিয়েছে ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে ইসরায়েলের হাইফা শহরের কাছে রামাত ডেভিড ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইজরায়েল-ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে এটি সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। খবর আল জাজিরা।

হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, কয়েক ডজন ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি দুর করতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্য বস্তুতে ব্যাপক হামলা চালিয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে।

ইসরায়েলের ভয়াবহ গণহত্যার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। তিনি জানিয়েছেন, দেশের এমন পরিস্থিতিতে তিনি নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক সাধারণ পরিষদে তার সফর বাতিল করেছেন।

এদিকে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানানো হয়। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। সে কারণেই মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। খবর এএফপির।

এক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে এবং বৈরুতসহ লেবানন জুড়ে সাম্প্রতিক বিস্ফোরণের কারণে মার্কিন দূতাবাস নিজ দেশের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করছে।

বাণিজ্যিক ফ্লাইট এখনও চলাচল করছে তবে সংখ্যা কিছুটা কম। নিরাপত্তা পরিস্থিতি খারাপ হলে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকতে পারে। সেকারণে দ্রুত মার্কিন নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ।

জেপি/নি-২২/প