logo
আপডেট : 20, September 2024 12:33
হাসানের ৫ উইকেট, চারশ'র আগেই থামল ভারত

হাসানের ৫ উইকেট, চারশ'র আগেই থামল ভারত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ সিরিজে প্রথমটিতে লড়াই করছে ভারত বাংলাদেশ। টেস্টের প্রথম দিনের শুরুতেই দুর্দান্ত বোলিং অ্যাকশন দেখিয়েছে বাংলাদেশ। পরে অবশ্য রবিচন্দ্র অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় ভারত। দুজনের অপরাজিত ১৯৫ রানের জুটিতে শক্তিশালী অবস্থান প্রথমদিন শেষ করে ভারত।

তবে দ্বিতীয় দিনের শুরুতে সেই জুটিকে আর ভয়ংকর হতে দেয়নি টাইগার প্রেসাররা। দ্বিতীয় দিনের খেলা শুরুতে আধিপত্য বিস্তার করে স্বাগতিক দলের চার উইকেট তুলে তারা। আগের দিনের একটা ৩৩৯ রান এবং আজকের ৩৭ রান যোগ করে ৩৭৬ রানে ভারত অলআউট হয়েছে।

প্রথমদিন ১৯৫ রানের জুটি গড়েন জাদেজা ও অশ্বিন। সেঞ্চুরি তুলে নেন অভিজ্ঞ অশ্বিন। তবে দ্বিতীয় দিন সকালে ভারত মাত্র ৩৭ রান যোগ করে ৪ উইকেট হারিয়ে অলআউট হয়েছে।

বাংলাদেশের পেসার হাসান মাহমুদ প্রথমদিন শুরুর ৪ উইকেটই তুলে নেন। দ্বিতীয় দিন ভারতের শেষ ব্যাটারকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফারের স্বাদ পেয়েছেন তিনি। এছাড়া তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট।

প্রথমদিন সেঞ্চুরি তুলে নেওয়া অশ্বিন ১১৩ রানে থামেন। ৮৬ রান নিয়ে দিন শেষ করা জাদেজা দিন শুরু করে কোন রান যোগ করতে পারেননি। এর আগে ওপেনার জশস্বী জয়সোয়াল দৃঢ়তা দেখিয়ে ৫৬ রানের কার্যকরী ইনিংস খেলেন। প্রায় দুই বছর পর টেস্টে ফিরে ঋষভ পান্ত ৩৯ রান যোগ করেন। ভারতের টপ অর্ডারের রোহিত শর্মা ৬, শুভমন গিল ০ ও বিরাট কোহলি ৬ রান করে আউট হন।।

জেপি/নি-২০/