logo
আপডেট : 19, September 2024 18:02
ভ্রমণে ভোগান্তি এড়াতে এই টিপসগুলো মানতেই হবে

ভ্রমণে ভোগান্তি এড়াতে এই টিপসগুলো মানতেই হবে

আপনি কি ভ্রমণপ্রেমী মানুষ? যদি আপনি ভ্রমণ করেন পছন্দ তাহলে আপনাকে ভ্রমণের আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। কারণে ছোট ছোট কিছু বিষয় খেয়াল না রাখলে ভ্রমণে যাওয়ার পর আপনাকে সমস্যায় ফেলতে পারে।

আপনার ভ্রমণ যাতে করে আনন্দদায়ক হয় সেই জন্য আপনার জন্য কিছু টিপস নিয়ে আমরা হাজির হয়েছি। এই টিপসগুলো জানলে আপনার ভ্রমণ হবে নিখুঁত এবং আরামদায়ক।

চলুন জেনে নেওয়ার যাক টিপস গুলো:

১. ভ্রমণের পূর্বেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো একটি গোছানো লিস্ট তৈরি করা। কোন দিন কোথায় থাকবেন? কোয়ায় যাবেন? কি ক করবেন? এই সব আরকি। লিস্ট অনুযায়ী ভ্রমণ করলে সময় নষ্ট কম হবে।

২. এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো হালাকা লাগেজ। লাগজে যতটা সম্ভব হালকা রাখার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে চলতে হবে। যাতে করে খুব সহজেই ব্যাগ বহন করতে পারেন। তাছাড়া ভারী ব্যাগ নিয়ে আপনার ভ্রমণে তিক্ত করে তুলতে পারে।

৩. ভ্রমণের সময় হালকা খাবার সঙ্গে রাখুন। এতে করে আশপাশ খাবার না  পেলেও বিপদে পড়বেন না। তাই হালকা কিছু খাবার নিজের সঙ্গে রাখুন। 

৪. আপনা টুর যদি বাজেট ফ্রেন্ডলি হয় তাহলে অফ সিজেনে ভ্রমণ করার চেষ্টা করুন। কারণ এই সময় পর্যটন এলাকায় হোটেল ভাড়া তুলনামূলক কম থাকে। এবং রেস্টুরেন্টের খাবারের দাম থাকে কম। তাই অফ সিজেনে ভ্রমণ করার চেষ্টা করুন।

৫. ভ্রমণের সময় বাজেটের থেকে অতিরিক্ত কিছু টাকা আপনার সঙ্গে রাখুন। এতে করে কোথাও অতিরিক্ত খবর হলেও বা কোনো বিপদে পড়লেও সেটা কাজে লাগবে।

৬. ভ্রমণের সময় মোবাইল, মনিব্যাগ এবং প্রয়োজনীয় কাগজপত্র বহন করার জন্য ছোট ব্যাগ ব্যবহার করতে পারেন।

৭. অনেকেই ভ্রমণে যাওয়ার খুশিতে তাড়াহুড়ো করে বেড়িয়ে যান। এর ফলে ফোন কিংবা ল্যাপটপের চার্জার সঙ্গে নেওয়ার কথা মনে থাকে না। যার ফলে সেসব ডিভাইসের ব্যাটারি শেষ হয়ে গেলে পড়তে হয় ভোগান্তিতে। তাই মনে করে চার্জার এবং পাওয়ার ব্যাংক সঙ্গে নেবেন।

জপি/নি-১৯/প