logo
আপডেট : 17, September 2024 16:42
ঢাকাকে ২ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

ঢাকাকে ২ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

বাংলাদেশকে ২ বিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি বভন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংকের কাট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক নতুন সহায়তার প্রতিশ্রুতি দেন।

আবদুলায়ে সেক বলেন, সরকারের সংস্কার বন্যার প্রতিক্রিয়া, উন্নত বায়ুর গুণমান স্বাস্থ্যের জন্য বিশ্বব্যাংক এই অর্থ বছরে প্রায় ২ বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন জোগাড় করতে পারে। আমরা যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব আনাসাকে সমর্থন করতে চাই।

এর আগে আর্থিক খাত সংস্কার প্রায় একশ কোটি ডলার ঋণ সহায়তা দেয়ার ঘোষণা দেয় বিশ্বব্যাংক। গত ১২ সেপ্টেম্বর প্রায় একশ কোটি ডলার সহায়তা চেয়ে চিঠি দেয় সরকার।

জানা গেছে, সরকার একশ কোটি ডলারের বাজেট সহায়তা চাইলেও কী পরিমাণ পাওয়া যাবে, তা নির্ভর করবে দর-কষাকষির ওপর। এ ধরনের দর-কষাকষিতে নানা শর্ত থাকে । এসব শর্ত পূরণ করলেই অর্থ মেলে।

জেপি/নি-১৭/প