logo
আপডেট : 16, September 2024 12:44
ইয়ামালের জোড়া গোল, প্রতিশোধ নিলো বার্সা

ইয়ামালের জোড়া গোল, প্রতিশোধ নিলো বার্সা

লা লিগার গত মৌসুমে দুইবার জিরোনার মুখোমুখি হয়ে চারটি গোল হজম করেছির বার্সেলোনা। তবে এবারের মৌসুমে বার্সা রয়েছে ভিন্ন ছন্দে। এবার যেন ধীরে ধীরে অপ্রতিরোধ্য  হয়ে উঠেছে তারা। জয়ে ধারা বজায় রেখেই জিরোনাকে তাদের মাঠেই ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লিকের শিষ্যরা।

রোববার রাতে জিরোনাকে নাস্তানাবুদ করে ছাড়েন বার্সার তরুণ প্রতিভা লামিন ইয়ামাল। ৩০ মিনিটের মাথায় গোল করে দলকে লিড এনে দেন তিনি। এর ঠিক ৭ মিনিট পর ব্যবধান বাড়ান আবর সেই ইয়ামালই। এই প্রথম তিনি বার্সার জার্সিতে একই ম্যাচে দুই গোল করলেন।  ২-০  গোল লিড নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন দানি অলমো। তার গোলে ৩-০ ব্যববধানে এগিয়ে যায়  বার্সা। এরপরের ৬৪ মিনিটে গোল করেন পেদ্রো। ৪-০ গোলে এগিয়ে যায় বার্সা। কিন্তু ৮০  মিনিটের মাথায় একটি শোধ করে জিরোনা। দলের হয়ে সেই গোলটি করেন স্টুয়ানি।

তবে ৮৬ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বার্সা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফেরান তোরেস। অবশেষে শেষ হয় নির্ধারিত সময়। শেষ পর্যন্ত ৪-১ গোলে বড় জয় নিয়ে জিরোনার মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ে লা লিগার পয়েন্ট তালিকায় ৫ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছে  বার্সেলোনা।

জেপি/নি-১৬/প