logo
আপডেট : 15, September 2024 18:49
মিয়ানমারে বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৭৪

মিয়ানমারে বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৭৪

শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় মিয়ানমারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত ৮৯ জন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহের শেষে মিয়ানমার, ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ডসহ পুরো অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াগি। এই ৪টি দেশের সরকারি হিসাব অনুযায়ী ঘূর্ণিঝড় ইয়াগি ও এর প্রভাবে সৃষ্ট বন্যা-ভূমিধসে অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার মিয়ানমারের জান্তা সরকার জানায়, দেশটিতে ভয়াবহ বন্যায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। প্লাবিত হয়েছে রাজধানী নাইপিডোসহ বিস্তীর্ণ অঞ্চল। প্রায় দুই লাখ ৩৫ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। এসময় জান্তাপ্রধান মিন অং হ্লাইং বিদেশি সাহায্যের জন্য অনুরোধও জানিয়েছিলেন।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত চলছে। টানা সংঘাতে দেশটিতে ২৭ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্য ঝড়-বন্যা-ভূমিধস মিয়ানমারবাসীর দুর্দশা বাড়িয়েছে।

জেপি/নি-১৫/এমএইচ