logo
আপডেট : 15, September 2024 13:06
পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা

পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা

বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছে বাংলাদেশ। বিষয়টি জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ।

রোববার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এসময়  অর্থ উপদেষ্টা বলেন, আমরা আজ মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে আলাপ করেছি। আমাদের মূল আলোচনা ছিল তাদের ট্রেজারি ডিপার্টমেন্ট ও ইউএসআইডির সঙ্গে। বিশেষ করে আর্থিক সংস্থার আর্থিক খাতে যে সহযোগিতা দরকার সেটা। দ্বিতীয় বাণিজ্যের।

তিনি জানান, আমরা এক্সে পোর্ট ডাইভারসিফিকেশন এবং বাণিজ্য খাতে বিভিন্ন কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার বিষয়ে আলোচনা হয়েছে। আমার কর্মপরিকল্পনা নিয়ে এগোবে। তারা সে ব্যাপারে সহযোগিতা আশ্বাস দিয়েছে।

পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতা চেয়েছেন কিনা জানতে চাইলে সালেউদ্দিন আহমেদ বলেন, এগুলো নিয়ে আলাপ হয়েছে। পরে বিস্তারিত আলোচনা হবে।

জেপি/নি-১৫/প