logo
আপডেট : 14, September 2024 15:56
উৎপাদনে ফিরেছে বেশিরভাগ পোশাক কারখানা

উৎপাদনে ফিরেছে বেশিরভাগ পোশাক কারখানা

দেশের অন্যতম শিল্পাঞ্চল আশুলিয়ার বেশিরভাগ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছে শিল্প পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই বেশিরভাগ কারখানার শ্রমিকরা তাদের কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। তবে এখনো বন্ধ রয়েছে ৪৯টি পোশাক কারখানার উৎপাদন।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক অবরোধসহ কারখানায় হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। শ্রম আইনের ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ থাকা ৮৬টি কারখানার মধ্যে ৫০টি খুলেছে। বন্ধ রয়েছে বাকি ৩৬টি কারখানা। আর সাধারণ ছুটি ঘোষণা হওয়া ১৩৩টি কারখানার মধ্যে বেশিরভাগ কারখানাই আজ খোলা রয়েছে। শুধু ১৩টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে।

এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। যৌথবাহিনীর টহলও অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জেপি/নি-১৪/এমএইচ