logo
আপডেট : 14, September 2024 12:53
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ, ২ ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধ, ২ ভারতীয় সেনা নিহত

ভারতের জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। এতে অন্তত দুই সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার জম্মু-কাশ্মীরের কিশতওয়ার এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

দুই সেনা সদস্যের মৃত্যুর পাশাপাশি নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই সন্ত্রাসীও নিহত হয়েছে বরৈ জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা।

এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মীরে যৌথ অভিযানে নামে পুলিশ। এরপরেই সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে দুই সেনা নিহত হয়েছেন। তবে অভিযান এখনো চলছে। 

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একই ধরনের সন্ত্রাসীদের সঙ্গে গত জুলাইতে দোহায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয়। সেইসময় সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছিল। এদিকে আগামীকাল জম্মু-কাশ্মীরে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সফর করবেন বলে জানা গেছে।  

জেপি/নি-১৪/এমএইচ