logo
আপডেট : 11, September 2024 15:29
বাংলাদেশের কাছে ইলিশ পাঠানোর আবেদন ভারতের

বাংলাদেশের কাছে ইলিশ পাঠানোর আবেদন ভারতের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ইলিশ পাঠানোর আবেদন করেছে ভারত। বাংলাদেশ সরকারের কাছে ভারতের ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে ইলিশ পাঠানোর বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইতোমধ্যে ইঙ্গিতও দেয়া হয়েছে। এতে করে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের ইলিশ রপ্তানিকারকরা। কারণ বাঙালিদের অত্যন্ত প্রিয় ও দুর্গাপূজায় অন্যতম চাহিদা এই ইলিশ মাছ। পদ্মার সুস্বাদু ইলিশের জন্য ভারত বাংলাদেশের ওপরই নির্ভর করে থাকে। তবে হঠাৎ করেই গত কয়েক বছর ধরে চলমান এ সরবরাহে ভাঁটা পড়ায় বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবেদন জানিয়েছে ফিস ইমপোর্টার অ্যাসোসিয়েশন। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে সংগঠনটি।

এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামেও যায় বাংলাদেশের ইলিশ। বিশ্বের ইলিশ চাহিদার প্রায় ৭০ শতাংশের যোগানদাতা বাংলাদেশ।

তবে সম্প্রতি যেহেতু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। তাই এবার ইলিশ ভারতে যাবে কিনা এ ব্যাপারেও রয়েছে যথেষ্ট অনিশ্চয়তা। বাংলাদেশ সরকার যদি এবার একেবারেই ইলিশ সরবরাহ না করে সেক্ষেত্রে ভারতকে মিয়ানমার থেকে ইলিশ আমদানি করতে হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

জেপি/নি-১১/এমএইচ