logo
আপডেট : 11, September 2024 13:06
আশুলিয়ায় আজও বন্ধ ২৬ পোশাক কারখানা

আশুলিয়ায় আজও বন্ধ ২৬ পোশাক কারখানা

শ্রমিকদের সঙ্গে মালিকদের দাবি দাওয়া নিয়ে বনিবনা না হওয়ায় আজ বুধবারও (১১ সেপ্টেম্বর) বন্ধ আশুলিয়া শিল্পাঞ্চলের ২৬ পোশাক কারখানা। এসব কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

শ্রম আইনের এই ধারা অনুযায়ী শ্রমিকদের অযৌক্তিক ধর্মঘটের কারণে কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা বেতন পাবেন না। তবে শিল্পাঞ্চলের বাকি কারখানা সকাল থেকে চালু আছে।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, শ্রম আইনের ১৩ (১) ধারা তারা সহজে কার্যকর করতে চাননি। এজন্য গত প্রায় দুই সপ্তাহ ধরে শ্রমিকদের অযৌক্তিক আন্দোলন সত্ত্বেও এই ধারা প্রয়োগ করা হয়নি। তবে গত সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে কোনো কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি বুঝে এ ধারা প্রয়োগ করতে পারবে। তিনি আশা করেন আগামী অল্প কিছু দিনের মধ্যেই সব স্বাভাবিক হয়ে আসবে।

জানা গেছে, বন্ধ থাকা কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কাজ বন্ধ করতে চয়েছিল।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ শিল্পাঞ্চলের কোথাও কোনো সড়ক আবরোধসহ কারখানা হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। বেশিরভাগ কারখানাতেই উৎপাদন স্বাভাবিক রয়েছে। 

জেপি/নি-১১/প