দক্ষিণ আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্রাকে বিস্ফোরিত হয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় দেশটির উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে জ্বালানি ভর্তি ট্রাকটি। এরপরই এটি বোমার মতো বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর আশেপাশে থাকা গাড়িতেও আগুন লেগে যায়।
জানা গেছে, গবাদি পশুসহ সাধারণ মানুষ পরিবহন করা একটি ট্রাকের সঙ্গে ওই জ্বালানি ভর্তি গাড়ির সংঘর্ষ ঘটে।
তবে নিহতের সংখ্যা অন্তত ৫০ বলে জানিয়েছে নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব।
তিনি জানান, প্রাথমিক ভাবে অন্তত ৩০টি লাশ পাওয়া গেছে। কিন্তু পরে আরও ১৮টি পাওয়া যায়। নিহতদের গণদাফন করা হয়েছে। তবে কত জন আহত হয়েছেন তা প্রথমকিভাবে জানা যায়নি।
জেপি/নি-৯/প