মো. সোহাগ হোসেন, শার্শা (যশোর):
যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় বাজার ব্যবসায়ী কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব মোঃ আবু তালেব ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রেজাউল করিম মনোনীত হয়েছেন।
রোববার দুপুরে বেনাপোল রহমান চেম্বারে অনুষ্ঠিত ব্যবসায়ীদের পরিচিতি সভায় ৫০ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। এর আগে সাধারণ ব্যবসায়ীদের সম্মতিতে কমিটি গঠন করা হয়।
ব্যবসায়ীদের নতুন কমিটির সভাপতি আলহাজ্ব মো. আবু তালেবের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত।
পরিচিতি সভায় সাধারণ ব্যবসায়ীরা বলেন, আগে কমিটির নেতৃত্ব বিভিন্নভাবে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্রেতারাও ঠকেছেন কিন্তু প্রতিবাদ করার সাহস পায়নি। নতুন কমিটি বাজারে চাঁদাবাজি বন্ধসহ সকল ব্যবসায়ীদের নিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন তারা।
নতুন কমিটিতে উপদেষ্টাদের মধ্যে রয়েছেন, মো. আব্দুর রাজ্জাক, মো. মোজাম্মেল হক, মো. আলী কদর, সহ-সভাপতি মো. মুজিবার রহমান, নুর ইসলাম, আব্দুল সাত্তার।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তুফান, সাইদুর রহমান, অর্থ সম্পাদক বিপ্লবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, প্রচার সম্পাদক আব্দুর সাত্তার, ক্রীড়া সম্পাদক আবু সাঈদ বকুল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য ইছাহাক মেম্বার, লুৎফর রহমান লুতু, আমিনুর রহমান, সাজ্জাদ হোসেন মুন্সি, শ্রী সুশীল, আনছার আলী, সাহাদুলুর রহমান খোকন, আব্দুল আহাদ, মো. হাসেম, মফিজ উদ্দীন, মো. আকিদুল, মো. ইউছুপ, জিয়াউর রহমান জিয়া, দেলোয়ার হোসেন, আঃ রহিম মো. শাহিন, শ্রী মিলন কুমার সিংহ, মানিক হোসেন, মো. ইহান, ইমাদুল হোসেন, সাহাবুদ্দীন খোকন, মো. নুরু, হযরত আলী, আঃ সালাম, মো. আবু সাঈদ, মো. হাদিউজ্জামান, সামছুর রহমান খোকা, মহিনুর রহমান মনু, মো. রাজীব, আমিন মাহমুদ মিলন, মো. মির্জা, আতিয়ার রহমান, জিয়াউর রহমান জিয়া ও মো. সিরাজুল ইসলাম।
জেপি/নি -৯/এমএইচ