logo
আপডেট : 05, September 2024 18:19
ঘুষ-চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান

ঘুষ-চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান

ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নিতে পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নবনিযুক্ত ২৬ জন পুলিশ সুপারের উদ্দেশে ব্রিফিংকালে এ আহ্বান জানান তিনি।

ঘুষ ও চাঁদাবাজিকে দুর্নীতির মূল উৎস উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘুষ ও চাঁদাবাজি বন্ধ হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে, কৃষক ন্যায্যমূল্য পাবে। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে ও সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, সমাজের অনেক অন্যায়-অনিয়ম দূরীভূত হবে।

তিনি বলেন, পুলিশের ঘুষ বাণিজ্য ও চাঁদাবাজি থেকে বেরিয়ে এসে জনকল্যাণে কাজ করে যেতে হবে। নিজেদের পরিশুদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, অতীতের অনিয়ম, দুর্নীতির কারণে পুলিশ বাহিনীর প্রতি জনমনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা প্রশমনের দায়িত্বও পুলিশের। তিনি এ সময় বিদ্যমান জনবল ও লজিস্টিক দিয়ে সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান।

এছাড়া পুলিশের নিয়োগ ও বদলি বাণিজ্য বন্ধ করতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো পুলিশ অফিসার এসবে জড়িত প্রমাণ পাওয়া গেলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেপি/নি-৫/এমএইচ