logo
আপডেট : 05, September 2024 17:32
মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,রাজশাহী:

রাজশাহীতে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একটি পরিবার।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মহানগরীর একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে নগরীর ষষ্ঠী তলা এলাকার মামলার ১৩৩ নং আসামি আব্দুল মতিন জানান, গত ৩ সেপ্টেম্বর নগরীর বোয়ালিয়া থানায় আমাকে ও আমার ভাতিজা সাইদুর রহমান রনি ও জাকিরের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী তেরখাদিয়া এলাকার আবুল কালামের ছেলে দেলোয়ার হোসেন। তাকে আমরা চিনি না। এই বাদীও আমাদেরকে চিনে কিনা সন্দেহ আছে।

তিনি গভীর উদ্বেগের সাথে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ছাত্র জনতা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটান। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বৈরাচার মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য বাংলাদেশ ২য় স্বাধীনতা অর্জন করে।

তবে স্বৈরাচারী ব্যবস্থার আড়ালে লুকিয়ে থাকা এবং তাদের অনুকূলে লালিত পালিত কতিপয় কুচক্রী মহল ছাত্র জনতার বিপ্লবকে কালিমা লিপ্ত করার কু-মানসে কাজ করছে। রাজনৈতিক লেবাস পাল্টে নিরীহ জনতার উপর তাণ্ডবলীলা চালানো, বাড়ি-ঘরে আগুন দেওয়া, লুটপাট, জানমালের ব্যাপক ক্ষতিসাধন, অবৈধ ভাবে চাঁদা দাবির সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও মিথ্যা ও উদ্দেশ্যমূলকভাবে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করে সেখানে ১৩২, ১৩৩ ও ১৩৪ নম্বর সিরিয়ালে আমাদের নাম আসামির তালিকাভুক্ত করা হয়।

সেসব কর্মকাণ্ডের সাথে আমরা কখনো জড়িত ছিলাম না বা এ রকম কোন ঘটনার সাথে আমরা কখনোই সংশ্লিষ্ট ছিলাম না।

এসময় বিষয়টি সঠিক তদন্ত করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

জেপি/নি-৫/এমএইচ