logo
আপডেট : 04, September 2024 18:29
চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে কঠোর অবস্থানে রংপুর মহানগর বিএনপি

চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে কঠোর অবস্থানে রংপুর মহানগর বিএনপি

আব্দুল্লাহ আল আমিন,রংপুর:

রংপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের ভুয়া পরিচয় দিয়ে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল জনগণের কাছে নানা ধরনের চাঁদাবাজিসহ জানমালের উপর হুমকি সৃষ্টি করছে বলে বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়। সেখানে উল্লেখ করা হয়, দলের নাম ব্যবহার করে অথবা ভুয়া পরিচয়ে চাঁদাবাজি সন্ত্রাসসহ জানমালের উপর হুমকি সৃষ্টি করলে তা মহানগর বিএনপি বরদাশত করবে না। দলটি এনিয়ে কঠোর অবস্থান গ্রহণ করবে বলে জানা গেছে। এছাড়াও চাঁদাবাজি বন্ধে গঠন করা হয়েছে অভিযোগ সেল এবং তদন্ত কমিটি।

এ ছাড়াও রংপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন, মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. মাহফুজ-উন-নবী ডন, সদস্য হিসেবে রয়েছেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, মহানগর বিএনপির সদস্য মো. সুলতান আলম বুলবুল, সালেকুজ্জামান সালেক, ডা. নিখেলিন্দু শংকর গুহ রায় ও সৈয়দ সামসুজ্জোহা সাজুও সদস্য রয়েছেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বিজয়কে স্নান করতে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের ভুয়া পরিচয় দিয়ে এক শ্রেণির স্বার্থান্বেষী মহল জনগণের কাছে নানা ধরনের চাঁদাবাজিসহ জানমালের উপর হুমকি সৃষ্টি করছে। যা কোনোভাবেই বরদাশত করা হবে না। এমনকি কোনো ব্যক্তি বা সংগঠন দলের নাম ব্যবহার করে কোনো প্রকার মামলার হুমকি কিংবা কোনো প্রকার চাঁদা দাবি করে, সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে বলেন। চাঁদাবাজিসহ জানমালের উপর হুমকি সৃষ্টি রুখতে তারা ইতিমধ্যে একটি অভিযোগ সেল এবং তদন্ত কমিটি গঠন করেছেন।

তিনি আরও বলেন, চাঁদাবাজিসহ জানমালের উপর হুমকি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট অভিযোগ দায়েরের করার পরামর্শ দিয়েছেন।

জেপি/নি-৪/প