logo
আপডেট : 02, September 2024 18:09
পাকিস্তানের সাথে শত্রুতা করে ফায়দা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের সাথে শত্রুতা করে ফায়দা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের সাথে শত্রুতা করে এখন আর আমাদের কোনো ফায়দা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লি-ইসলামাবাদের সাথে সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বর্তমানে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিবিড় হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমি মনে করি, কোনো এক পর্যায়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে একটু টানাপোড়েন ছিল। স্বাভাবিক একটা সম্পর্ক যদি উন্নীত হয়, আমাদের সবার খুশি হওয়া উচিত। আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই। পাকিস্তানের সঙ্গে তো এখন আমাদের শত্রুতা করে কোনো ফায়দা নেই।

তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক আপনারা যদি মনে করেন একটু টানাপোড়েন চলছে, দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে কিনারায় নিয়ে আসা। তবে আমরা একটা কথা মনে করি, সম্পর্ক মানুষ কেন্দ্রিক হতে হবে। আসলে এমন হতে হবে যেন মানুষও মনে করে যে, সম্পর্কটা ভালো।

ভারত সম্পর্কে উপদেষ্টা আরও বলেন, সম্পর্কের সোনালী অধ্যায় ছিল দুই সরকারের মধ্যে। আমরা চাই, সুসম্পর্ক থাকুক জনসাধারণ পর্যায়ে, মানুষ সেটাতে যুক্ত হোক। মানুষ মনে করুক আসলে খুব ভালো সম্পর্ক। সেটা যে ছিল না এটা স্বীকার করা ভালো। মানুষের মধ্যে ক্ষোভ ছিল।

এছাড়া, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের সঙ্গে পশ্চিমা দেশগুলোর টানাপোড়েন চলছিল বলে অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা।

জেপি/নি-২/এমএইচ