logo
আপডেট : 02, September 2024 18:08
হোয়াটসঅ্যাপে ব্যবহার করা যাবে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলক

হোয়াটসঅ্যাপে ব্যবহার করা যাবে ফিঙ্গারপ্রিন্ট ও ফেসলক

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত  এখানে ব্যবহাকারীরা মেসেজ, ছবি,  ভিডিও আদান প্রদান করে থাকেন। সেই লক্ষ্যে এবার থেকে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট হবে আরও বেশি নিরাপদ হবে। নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে মেটার।

চ্যাটের নিরাপত্তার দিকটা বেশি খেয়াল রাখতে হয় ব্যবহারকারীদের নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২৪.১৮.১৩ এর জন্য সর্বশেষ হোয়াটসঅ্যাপ বিটাতে পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ফিচারটি পাসকি ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের চ্যাট ব্যাকআপ এনক্রিপ্ট করতে পারবেন।

এখানে পাসওয়ার্ডের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেসিয়াল রেকগনিশনের মতো বায়োমেট্রিক ডাটা ব্যবহার করা যাবে। মূলত ইউজার ডাটা সিকিউরিটি শক্তিশালী করার জন্য এমনিতেই কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থা। আর এই ফিচারটি তার অংশ।

এখন আর ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা প্যাটার্ন মনে রাখতে হবে না। ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি দিলেই কাজ হয়ে যাবে।

জেপি/নি-২/প