logo
আপডেট : 02, September 2024 11:07
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের জয়

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের জয়

স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েই অভিষেক ম্যাচে উয়েফা সুপার কাপে গোল করে দলকে জিতিয়েছিলেন এমবাপ্পে। শিরোপা দিয়ে রিয়াল অধ্যায় শুরু করলেও লা লিগায় গোল না পাওয়ায় তাকে নিয়ে আলোচনাও হচ্ছিল। তবে গতকাল রাতের ম্যাচে সেই আলোচনার অবসান ঘটালেন জোড়া গোল করে। রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে রাতে রিয়াল বেটিসকে ২-০ গোল পরাজিত করেছে রিয়াল।

ম্যাচের ২০ মিনিটে  জোরালো আক্রমণ করে রিয়াল। রদ্রিগোর কর্নার থেকে হেড করেন মিলিতাও। তবে দারুণ দক্ষতায় তা ফিরিয়ে দেন বেটিস গোলরক্ষক। প্রথমার্ধের আগে আরও দুইবার গোলের সুযোগ পায় স্বাগতিকরা। দুইবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এমবাপ্পে। যার ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যেতে হয় দুই দলকে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫০ মিনিটে ভিনিসিয়াসের শট বেটিসের এক ডিফেন্ডারের পা ছুঁয়ে পোস্টে লাগে। তবে কোনোভাবেই কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছি না রিয়াল।

অবশেষে ম্যাচের ৬৭ মিনিটে দলকে এগিয়ে নেয় এমবাপ্পে। ভালভার্দের বাড়ানো বলে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে জাল পাঠান তিনি। এরপর মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এই  গোলটি তিনি করেন পেনাল্টি থেকে। ভিনিকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। আর সেই সুযোগ কাজে লাগাতে একে বারেই ভুল করেননি ফরাসি বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পে। অবশেষে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

এদিকে লা লিগার পয়েন্ট টেবিলে ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে বার্সেলোনা। অন্যদিকে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

জেপি/নি-২/প