logo
আপডেট : 30, August 2024 17:18
ইউনূস-শাহবাজের ফোনালাপ, ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়

ইউনূস-শাহবাজের ফোনালাপ, ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রেডিও পাকিস্তান।পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এসময় পাকিস্তান ও বাংলাদেশ সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হন উভয় নেতা। এছাড়া বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও একমত হন তারা।

ফোন আলাপে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান পাক প্রধানমন্ত্রী। সেই সাথে তিনি বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ড. ইউনূসের প্রশংসা করেন তিনি। এছাড়া বাংলাদেশে ক্ষতিগ্রস্ত বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়েও সমবেদনা জানান শাহবাজ শরিফ।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন শাহবাজ। দুই দেশের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে উভয় দেশের বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক আদান-প্রদান ও উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার বিষয়েও গভীর ইচ্ছা প্রকাশ করেন পাকিস্তানি প্রধানমন্ত্রী।

জেপি/নি-২৯/প