logo
আপডেট : 28, August 2024 17:13
নেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোল হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে। একদিকে নেপালের কাছে গ্রুপপর্বে হারার প্রতিশোধ এবং অপরদিকে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা এ যেন ‘এক ঢিলে দুই পাখি মারার’ মতো ব্যাপার বাংলাদেশের কাছে।

প্রথম স্বর্ণ মেয়েদের সাফের একমাত্র শিরোপা পর এবার নেপালের মাটিতে অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।

প্রথমার্ধে বিরতির একটু আগে মিরাজুলের নেওয়া বক্সের বাইরে ফ্রি কিক থেকে ১-০ গোল লিড পায় বাংলাদেশ। নিড নিয়েই বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা।

বিরতির পর ৫৫ মিনিটে বাঁ দিক থেকে আসাদুলের ক্রসে আসাদ মোল্লার হেড গোলরক্ষক সামনে ড্রপ খেয়ে বল যায় মিরাজুলের কাছে। এবারও ভুল করেন নি তিনি। হেড বল পাঠিয়ে দেন জালে। ২-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। ৭০ মিনিটে ব্যবধান তিন গুণ করেন রাব্বি হোসেন রাহুল। তার গোলে ৩-০ গোলে  এগিয়ে যায় বাংলাদেশ। 

৮১ মিনিটে গোল করে ব্যবধান কমায় নেপাল। ৯০ মিনিট হওয়ার আগে ম্যাচের ফল দাঁড়ায় ৩-১ গোলে। পরে ১০ মিনিট অতিরিক্ত সময় দেন রেফারি। তবে ইনজুরি সময়ে ষষ্ঠ মিনিটে এক হালি গোল পূরণ করে বাংলাদেশ। রাব্বি হোসেন রাহুলের ক্রসে আহমেদ নোভা গোলে ব্যবধান ৪-১ করে বাংলাদেশ। এর কিছুক্ষণ পরেই নির্ধারিত সময় শেষ হলে বিজয় উল্লাসে মেতে উঠে বাংলাদেশ।

জেপি/নি-২৮/প