logo
আপডেট : 25, August 2024 16:57
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় টাইগারদের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় টাইগারদের

ইতিহাসের সাক্ষী হয়ে থাকলেও পাকিস্তানের রাওয়ালপিন্ডি। পাকিস্তানের বিপক্ষে তাদের নিজেদের মাঠে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের ইতিহাস গুলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ১৩ টেস্টের মধ্যে মধ্যে ১২ বারই হেরেছিল বাংলাদেশ। একটি করেছিল ড্র। পাকিস্তানের বিপক্ষে এবার ধরা দিয়েছে সেই অধরা জয়। আজ জয়ের জন্য মাত্র ৩০ রানের লক্ষ তারা করতে নিবেন ১০ উইকেটের বিশাল জয়টিই পাকিস্তান বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়।

২০০৩ সালে মুলতানে পরাক্রমশালী পাকিস্তানকে হারানোর সুযোগ পেয়েছিল টাইগাররা। কিন্তু মোহাম্মদ রাফি অনৈতিকভাবে মানকাডিং না করায় সেবার ১ উইকেটে হাঁটতে হয়েছিল বাংলাদেশকে। তবে ২১ বছর পর সেই আক্ষেপ ঘুচলো লাল সবুজের প্রতিনিধিদের।

বাংলাদেশের এই জয়ের পেছনে ছিল মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিং সাদমানের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস ও মমিনুল-লিটনের পর মিরাজের ফিফটি। সেই সঙ্গে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দিতে মিরাজ ও সাকিব অসাধারণ বল করেছে। তাদের তোপে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অল আউট হয়ে হয় পাকিস্তান। জরেয় জন্য ৩০ রানের সহজ লক্ষ্য পায় বাংলাদেশ। যা তলে নিতে মোটেও কষ্ট হয়নি বাংলাদেশের। ১০ উইকেটের ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ।

Screenshot 2024-08-25 141127

এর আগে, সিরিজের প্রথম এই টেস্টের টস পক্ষে আসে বাংলাদেশের। ম্যাচ শুরুর আগের রাতে ভারী বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। প্রায় দুই সেশন ভেসে যাওয়ার পর হওয়া টসে জিতে বোলিং নেন অধিনায়ক নাজমুল শান্ত। উইকেটের সুবিধা নিয়ে মাত্র ১৬ রানে স্বাগতিক পাকিস্তানের ৩ উইকেট তুলে নেন শরিফুল ইসলাম-হাসান মাহমুদরা। কিন্তু সুদ শাকিলের ১৪১ ও মোহাম্মদ রিজওয়ানের ১৭১ রানের সঙ্গে সাইম আইয়ুবের ৫৬ রানের ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

জেপি/নি-২৫/প