logo
আপডেট : 25, August 2024 12:29
ইসরায়েলে হিজবুল্লাহর হামলা: জরুরি অবস্থা জারি

ইসরায়েলে হিজবুল্লাহর হামলা: জরুরি অবস্থা জারি

লেবাননের সশস্ত্র গোষ্টি হিজবুল্লাহ ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর থেকে সেখানে জরুরি অবস্থা জারি করেছে।

রোববার (২৫ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ২ দিনের জরুরি অবস্থা জারি করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, জরুরি অবস্থার বেসামরিক নাগরিকদের জন্য বেশকিছু নির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। এরমধ্যে নির্ধারিত এলাকায় চলাফেরা না করা ও জনসমাগম সীমিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসরায়েলে উত্তরাঞ্চলে বাসিন্দাদের জন্য সাইরেন বাজানো হয়েছে। এছাড়া এলাকাটিতে হামলার ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেল আবিবের সব ফ্লাইট বাতলি করা হয়েছে। এসব ফ্লাইট অন্য বিমানবন্দরে পেছানো হয়েছে।

জেপি/নি-২২/প