logo
আপডেট : 18, August 2024 13:46
বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হলো ৫ আফগানকে

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হলো ৫ আফগানকে

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রদেশ বেলুচিস্তানে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে আফগানিস্তানের সাবেক নিরাপত্তা বাহিনীর ৫ সদস্যের মরদেহ। তাদের দেহগুলো গুলিবিদ্ধ ছিল।

জানা গেছে, এই পাঁচ জনই আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের লসকর গাহ-র বাসিন্দা। তাদের মৃতদেহ গুলো কোয়েটা কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই পাঁচ জনক অন্য জায়গায় হত্যা করা হয়।  এরপর তাদের মরদেহ গুলো বেলুচিস্তানে চাগাইয়ের ডালবান্দিনে নিয়ে আসা হয়। এবং একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মৃতদেহ গুলো ঝুলিয়ে রাখার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেলুচিস্তানের ওই এলাকাটি সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থান এবং ইরান সীমান্তের খুব কাছে।

তাদেরকে হত্যা করেছে কোনো সশস্ত্র গোষ্ঠী এখনো দায় স্বীকার করেনি। পুলিশও এখনো নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি।

তবে স্থানীয় কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, এই ৫ জনই আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর চাকরি হারান তারা।

জেপি/নি-১৮/প