logo
আপডেট : 15, August 2024 16:22
অনিশ্চয়তায় মুখে কলকাতার দুই সিনেমা

অনিশ্চয়তায় মুখে কলকাতার দুই সিনেমা

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস। সে উপলক্ষ্যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে সিনেমা দুটি হচ্ছে নির্মাতা রাজ চক্রবর্তীর ‘বাবলি ও নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমা ‘পদাতিক’।

দুটি সিনেমা আজ মুক্তি পাচ্ছে। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ভারতজুড়ে শুরু হয়েছে আন্দোলনের । এই আন্দোলনের মধ্যে সিনেমা মুক্তি নিয়ে বিপদে পড়েছে দুই নির্মাতাই। দুটিই পড়েছে অনিশ্চয়তায় ।

সিনেমার ভবিষ্যৎ নির্মাতা সৃজিত মুখার্জির দর্শকের ওপরই ছেড়ে দিয়েছেনে এবং বলেছেন,দর্শক যা চাইবেন সেটাই হবে। এই পরিস্থিতিতে তারা যদি আমার সিনেমা না দেখে তাতে আমার কোনো আপত্তি নেই। আমি সিনেমা মুক্তির তারিখ পেছানো জন্য প্রযোজকের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু তিনি অসহায়ভাবে আমাকে জানিয়েছেন, তার অনেক আর্থিক ক্ষতি হবে। কারণ সিনেমাটি জাতীয় স্তরে মুক্তি পাচ্ছে। তাই কিছু করা গেল না। সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

এদিকে ১৫ আগস্ট মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর সিনেমা ‘বাবলি’। সিনেমাটি শুধু কলকাতায়ই মুক্তি পেয়েছে। তবে এর ভবিষ্যৎও পড়েছে অনিশ্চয়তার মুখে। এতে অভিনয় করেছে শুভশ্রী গাঙ্গুলী ও আবির চ্যাটার্জি।

জেপি/নি-১৫/প