logo
আপডেট : 15, August 2024 11:20
অভিষেক ম্যাচে এমবাপ্পের গোল, চ্যাম্পিয়ন রিয়াল

অভিষেক ম্যাচে এমবাপ্পের গোল, চ্যাম্পিয়ন রিয়াল

রিয়াল মাদ্রিদের গতকাল রাতে আনুষ্ঠানিক ভাবে অভিষেক হয়েছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এবাপ্পের। উয়েফা সুপার কাপের ফাইনালে আটালান্টার বিপক্ষে ফাইনালে তাকে শুরু একাদশে রাখেন কোচ কার্লো আনচেলত্তি। অভিষেক ম্যাচ একটি গোল ও করেছেন তিনি। জিতেছেন দলের হয়ে প্রথম শিরোপা। তার গোলে আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে শিরোপা দিয়ে মৌসুম শুরু করেছে স্প্যানিশ জায়ান্টরা।

ভিনিকে লেফট উইঙ্গে এবং রদ্রিগোকে রাইট উইঙ্গে রেখে একাদশ সাজান কোচ কার্লো। এমবাপ্পেকে খেলান সেন্ট্রাল ফরোয়ার্ড পজিশনে। জুড বেলিংহাম ছিলেন প্লে মেকার।

ম্যাচের প্রথমার্ধে সুযোগ তৈরি হলেও গোল করতে পারেনি কোনো দলই। লিড নিতে ব্যর্থ হন রিয়ালের বড় তারকারও। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুই গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে  নেয় গদ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল।

ম্যাচের ৫৯ মিনিটে গোল করেন ফেদে ভালভার্দে। ভিনিসিয়াস দারুণ দক্ষতায় বল টেনে  গোলবারের মুখে চরে যান। আলতো টাচে ভালভার্দেকে পাঠান। আর সেই বল পেয়ে অনায়াসে জালে পাঠান তিনি।

রিয়ালের দ্বিতীয় গোল আসে ৬৮ মিনিটে। এমবাপ্পেকে দিয়ে করান জুড বেলিংহাম। তিনিও ছোট এক ক্রসে এমবাপ্পেকে গোল করার সুযোগ করে দেন। আর সেই সুযোগ কাজে লাগান রিয়ালের হয়ে অভিষেক ম্যাচ খেলা  ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এবাপ্পে।

এরপরে আর রিয়ালকে ছুঁতে পারেনি আটালান্টা। নির্ধারিত সময় শেষ হয় ২-০ গোলে। জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। উয়েফা সুপার কাপের ফাইনালে আটালান্টাকে হারিয়ে শিরোপা দিয়ে মৌসুম শুরু করে রিয়াল মাদ্রিদ।

জেপি/নি-১৫/প