logo
আপডেট : 09, August 2024 20:05
ভারতেই থাকছেন শেখ হাসিনা

ভারতেই থাকছেন শেখ হাসিনা

গণঅভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এর সহযোগী সংস্থা নিউজ ১৮ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তবে শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় নেবেন না। এর বদলে ভারতের ভিসার মাধ্যমে দেশটিতে অবস্থান করবেন।

জানা গেছে, শেখ হাসিনা প্রত্যাশার চেয়ে দীর্ঘ সময় ভারতে অবস্থান করতে পারেন। তাছাড়া ভারতের কোন আশ্রয় বা শরণার্থী আইন নেই। ফলে আইনগতভাবে ভারত আশ্রয় প্রার্থী হিসেবে কাউকে রাখতে পারেনা।

ছাত্র জনতার আন্দোলনের মধ্যে পড়ে বাংলাদেশ থেকে ভারতে যান শেখ হাসিনা। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার কথা ছিল তার কিন্তু পরে জানা যায় যুক্তরাজ্যে যাওয়ার তার জন্য অস্পষ্ট। অবশেষে জানা গেল ভারতেই থাকছেন বাংলাদেশের সদ্য সাবেক এই প্রধানমন্ত্রী।

এদিকে ড.মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এরই মধ্যে ড.ইউনুসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র।

জেপি/নি-৭/প