logo
আপডেট : 09, August 2024 13:45
অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র-চীন-ইইউ

অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র-চীন-ইইউ

ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো (ইইউ)।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, সাম্প্রতিক সহিংসতা বন্ধে ড. মুহাম্মাদ ইউনূসের কে আমরা স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই আমরা অন্তর্ভুক্ত সরকার ও ড. ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি।

চীনও বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায়। দেশির পক্ষ থেকে বলা হয়েছে আমরা বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে এই সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া দেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ইইউয়ের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি বলেছেন,  বাংলাদেশ নতুন প্রশাসনের সাথে কাজ করতে আগ্রহী ইইউ।

জেপি/নি-৯/প