logo
আপডেট : 08, August 2024 17:37
রাহুল আনন্দের বাড়িতে হামলা, ক্ষুব্ধ শিল্পাঙ্গন

রাহুল আনন্দের বাড়িতে হামলা, ক্ষুব্ধ শিল্পাঙ্গন

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’ এর সংগীতশিল্পী রাহুল আনন্দের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। গত ৫ আগস্ট স্ত্রী  চিত্রশিল্পী ঊর্মিলা শুক্লা ও ১৩ বছরের ছেলে তোতাকে নিয়ে এক কাপড়ে বেড়িয়ে যান তিনি। নিজের শিল্পকর্ম ও বাড়ি বাঁচাতে আকুতি জানায় রাহুল। তবে শেষ রক্ষা হয়নি।

অগ্নিসংযোগ বাহুলের বাড়িতে থাকা তিন হাজারের মতো বাদ্যযন্ত্র ভস্মীভূত হয়েছে। যেগুলো তিনি নিজ হাতে তৈরি করেছিলেন। দেখভাল করতেন সন্তানের মতো।

রাহুল আনন্দ বলেন, কিছু ছেলেপেলে এসে আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বলল, তাদের বললাম, আমি তো তোমাদের জন্যেই গান করি। এই আন্দোলনেও সমর্থক ছিলাম। তবুও আমার বাড়িতে কেন হামলা করছো? তারা বলল আপনারা বের হয়ে যান না হলে বিপদ হবে। পরে আমরা বেরিয়ে চলে আসি।

রাহুল আনন্দ বলেন, ওরা আমার সন্তান, শুধু একটা মানুষ বাচ্চাকে জীবিত নিয়ে বের হতে পেরেছি: রাহুল আনন্দওরা আমার সন্তান, শুধু একটা মানুষ বাচ্চাকে জীবিত নিয়ে বের হতে পেরেছি।

কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও পরে সরকার পতনের এক দফার গণ-আন্দোলনে নেমেছিলেন রাহুল, তবে ছাত্র-জনতার বিজয়ের পর সহিংসতা থেকে রক্ষা পাননি তিনি। এদিকে রাহুলের প্রতি এমন হামলায় ক্ষুব্ধ শিল্পাঙ্গনের মানুষেরা। গতকাল (৭ আগস্ট) বাংলাদেশ শিল্পকলা একাডেমির গেটে মানববন্ধন ও প্রতিবাদ করেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে শিল্পীরা।

জেপি/নি-৮/প